নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার এনআইটি দুর্গাপুরে অনুষ্ঠিত হল “ডিজিটাল ইন্ডিয়া” সচেতনতা কর্মশালা। প্রসঙ্গত দেশকে ডিজিটালভাবে রূপান্তরিত করার লক্ষ্যে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি গ্রহন করেছে সরকার। আর এই বিষয়ে জনসাধরণের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিশেষত নতুন প্রজন্মকে সচেতন করতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্য়ালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই বিষয়ে কর্মশালার আয়োজন করা হচ্ছে।
এদিন দুর্গাপুর এনআইটি’তে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর এনআইটি দুর্গাপুরের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে ভারত সরকার কর্তৃক চালু করা ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের তাৎপর্যের বিষয়টি তাঁর ভাষণে তুলে ধরেন। তিনি এই উদ্যোগগুলির বিষয়ে এনআইটি দুর্গাপুরের অবস্থানের পাশাপাশি কীভাবে তা ছাত্র এবং ফ্যাকাল্টি মেম্বারদের উপকৃত করবে সে বিষয়ে বিস্তারিত জানান।
এদিনের কর্মশালায় দুটি কারিগরি সেশন ছিল, ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভস ও ডিজিটাল গভর্নেন্স এবং সাইবার সিকিউরিটি। এই দুটি ক্ষেত্রেই বিষেশজ্ঞরা “ডিজিটাল ইন্ডিয়া”র বিভিন্ন বিষয়গুলি সকলের সামনে তুলে ধরেন ও সে সম্বন্ধে বিস্তারি আলোচনা করেন। এছাড়াও এদিনের কর্মশালায় ডিজিটাল ইন্ডিয়া নিয়ে একটি ইন্টারেক্টিভ কুইজ সেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। যা কর্মশালায় অংশগ্রহনকারীদের “ডিজিটাল ইন্ডিয়া”র বিষয়ে আরও উৎসাহিত করে তোলে।
এদিনের অনুষ্ঠানটি ডিন অ্যাকাডেমিক্স, প্রফেসর নির্মল বরণ হুই-এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়, যিনি বক্তা, সংগঠক এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কর্মশালা থেকে “ডিজিটাল ইন্ডিয়া”র বিষয়ে বিস্তারিত জানতে পেরে অংশগ্রহনকারীরা আগামী দিনে তাঁদের একাডেমিক এবং পেশাগত জীবনে লাভবান হবেন বলে মনে করছে এনআইটি কর্তৃপক্ষ।