eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়া-শিলিগুড়ি সরকারি এসি বাস পরিষেবা চালু

বাঁকুড়া-শিলিগুড়ি সরকারি এসি বাস পরিষেবা চালু

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য এসি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শনিবার বাঁকুড়া ডিপোয় এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার শুভ সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে জানা গেছে বাঁকুড়া থেকে কাল ৫ টায় ছেড়ে পরদিন ভোর পাঁচটায় শিলিগুড়ি পৌঁছবে বাসটি। পরের দিন শিলিগুড়ি থেকে বিকাল পাঁচটায় ছেড়ে ভোর পাঁচটায় বাঁকুড়া ফিরবে ওই বাস। বাঁকুড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত বাসের ভাড়া ঠিক করা হয়েছে ১১৫০ টাকা। 

এদিন সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “এসবিএসটিসি বাসের ওপর মানুষ ভরসা করেন এবং পরিষেবাও যথেষ্ট ভালো। এবার বাঁকুড়া ডিপো থেকে শিলিগুড়ি এসি বাস চালু হওয়ায় মানুষ জন কম খরচে শিলিগুড়ি যাতায়াতের সুযোগ পাবেন।” পাশাপাশি তিনি জঙ্গলমহলের জন্য আরো কিছু রুটে বাস চলাচলের প্রস্তাব দিয়েছেন বলে জানান।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই এই বাস চালু করার দাবি জানিয়েছিলেন জেলার বাসিন্দারা। নতুন বছরের শুরুতেই পরিষেবা চালু হওয়ায় জেলায় খুশির হাওয়া। 

অন্যদিকে এসবিএসটিসির পক্ষ থেকে জানানো হয় যে, বাঁকুড়ায় শীঘ্রই সিএনজি স্টেশন চালু করা হবে এবং যে সব প্রত্যন্ত এলাকায় প্রাইভেট বাস ওপারেটাররা বাস চালায় না সেই সব এলাকায় বাস চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে বাঁকুড়া জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার কিছু রুটে সরকারি বাস পরিষেবা চালু হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments