নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে অনুষ্ঠিত হল ‘দুর্গাপুর থ্রটলার্স’-এর পঞ্চম বার্ষিক সম্মেলন। গত কয়েক বছরে জনপ্রিয়তা অর্জন করেছে এই বাইকার গ্রুপটি। এদিনের বার্ষিক সম্মেলন শহর, রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বাইকাররা অংশগ্রহন করেছিলেন। উদ্যোক্তাদের মতে প্রায় সাড়ে তিনশো বাইকার এদিনের বাইকার মিটে অংশ নিয়েছিলেন।
এদিনের অনুষ্ঠানে বাইকারদের পুরস্কৃত করার পাশাপাশি রাইডার সেফটি ও রোড সেফটি নিয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়। এছাড়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের তরফে ‘সেফ ড্রইভ সেভ লাইফ’ ও সরকার নিয়ন্ত্রিত ‘যাত্রী সাথী’ অ্যাপ নিয়ে প্রচার করা হয়। পাশাপাশি ‘দুর্গাপুর থ্রটলার্স’-এর এডমিন ও ফাউন্ডার অরিজিৎ মুখার্জি এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবান জ্ঞাপন করেন। এদিনের বাইকারদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ডিসিপি ভিজে সতীশ পাশুমার্তি।