নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সংগীত শিক্ষা কেন্দ্র ‘সঙ্গীত ও সঙ্গত অ্যাকাডেমির বাৎসরিক অনুষ্ঠান পালিত হলো ১১ই জানুয়ারি সন্ধ্যায়, ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে। প্রদীপ প্রজ্জ্বলন ও প্রয়াত তবলা শিল্পী জাকির হোসেন, সংগীতাচার্য্য গোপাল ভট্টাচার্য্য এবং গীতিকার সুরকার দিলীপ দাসের প্রতিকৃতিতে মাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। উচ্চাঙ্গ সঙ্গীত গুরু বিমল মিত্র, বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নৃত্য গুরু নির্মল নাগ, সেতার বাদক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, তবলা শিল্পী শংকর ঘোষ, সংগীত শিল্পী বাণী রায় এবং আনন্দিতা রায়কে আয়োজকদের পক্ষ থেকে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়। “গুরু রামানন্দ” শীর্ষক নৃত্যনাট্যটি সুচারু রূপে উপস্থাপিত করেন সংস্থার শিল্পী বৃন্দ। এছাড়াও, সম্মেলক কন্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত পরিবেশিত হয়। সংস্থার অধ্যক্ষা পাপিয়া চট্টোপাধ্যায় ও সম্পাদক দেবাশীষ চট্টোপাধ্যায় মুখ্যত: অনুষ্ঠানগুলি পরিচালনা করেন। সঞ্চালনায় ছিলেন প্রিয়ব্রত মুখোপাধ্যায়, সুস্মিতা সেনগুপ্ত ও অমিত ভট্টাচার্য।