eaibanglai
Homeএই বাংলায়প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো বিবেক উৎসব

প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো বিবেক উৎসব

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, কাঁকসা, পশ্চিম বর্ধমান-: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১২ ই জানুয়ারি একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিম বর্ধমানের কাঁকসা-২ নং চক্রের অন্তর্গত আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো বিবেক উৎসব। স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী কিস্কু। তাকে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জ্জী, চন্দ্রা পাঁজা , নবতারা প্রামাণিক, বাবু মালিক সহ আরও অনেকে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্প প্রদান করে। অনুষ্ঠানে কেক কাটা, কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, স্বামীজীর বাণী ও ছবি আঁকা ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শিশুদের নিয়ে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা অন্তরা সিংহরায়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুদের নিজেদের হাতে তৈরি করা প্ল্যাকার্ড যেখানে স্বামীজীর বাণী ও ছবি ছিল সেগুলি নিয়ে একটি প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। তাদের সবাইকে একটি করে গাছ দেওয়া হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা অন্তরা সিংহরায়।

নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ সালে যেসব শিশুরা এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে নবীনবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের কপালে চন্দনের ফোঁটা এবং হাতে পুষ্প, পেন্সিল, রাবার ও চকলেট তুলে দিয়ে শিক্ষক-শিক্ষিকারা বরণ করে নেন।

এর আগে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি স্বামীজীর ছবি ও বাণী সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা একটি শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের বক্তব্য, শিশুদের হাত ধরে স্বামীজীর বাণী এভাবেই ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে।

অন্তরা দেবী বললেন, স্বামী বিবেকানন্দের বাণী ও তার জীবনের আদর্শ শিশুদেরকে স্মরণ করানোই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments