eaibanglai
Homeএই বাংলায়অজয় নদে মকর স্নান করতে নেমে তলিয়ে গেল দুর্গাপুরের দুই কিশোর

অজয় নদে মকর স্নান করতে নেমে তলিয়ে গেল দুর্গাপুরের দুই কিশোর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অজয় নদে মকর স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। দু’জনই দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা, নাম রাহুল রায়(১৫) ও শুভম মন্ডল(১৭)।

জানা গেছে মঙ্গলবার রাহুল ও শুভম তার আরও দুই বন্ধুর সঙ্গে জয়দেবে গিয়েছিল। তাদের মধ্যে একজন দেবাশীষ সান্যাল জানায় তাদের দামোদরে স্নান করতে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে জয়দেব মেলায় যাওয়ার ঠিক হয়। সেইমতো চারবন্ধু মিলে জয়দেবে পৌঁছয় ও অজয়ে স্নান করতে নামে। কিছু ক্ষণের মধ্যেই রাহুল ও শুভম বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করে কিন্তু অন্য দুই বন্ধু সাঁতার না জানায় সাহায্য করতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় দুজন। অন্যদিকে অভিযোগ ওই ঘঢনার কথা পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও দ্রুত উদ্ধার কাজ শুরু হয়নি । প্রায় একঘণ্টা পর শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধার কাজ শুরু হতে দেরি হওয়ায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান পুণ্যার্থীরা। অন্যদিকে অন্ধকার হয়ে যাওয়ায় রাতে উদ্ধার কাজ বন্ধ থাকে। বুধবার সকাল ৮ টা থেকে ফের শুরু হয় উদ্ধার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ রাহুল রায়ের দেহ উদ্ধার হয়েছে। অন্য জনের খোঁজে চলছে তল্লাশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments