eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে পুলিশি অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার ২

আসানসোলে পুলিশি অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার ২

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– মাদক তদন্তে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। কুলটি থানা ও গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে ব্রাউন সুগার (মাদক), গ্রেফতার করা হয় দুই যুবককে।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় লাচ্ছিপুর শেয়ার কালালি পেট্রোল পাম্পের কাছে এসিপি কুলটি এবং আসানসোল ডিডি যৌথ ভাবে অভিযান চালায়। আসানসোল থেকে আসা দুই যুবককে থামিয়ে তল্লাশি করার সময় দুটি ব্যাগ থেকে চার-পাঁচ প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৫০ গ্রাম। গ্রেফতার করা হয় দুই যুবককে। বাজেয়াপ্ত করা হয় তাদের বাইকটি।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের নাম মহম্মদ ফারকুল শেখ, সে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি। দ্বিতীয়জন আরশ বার্নওয়াল, নিয়ামতপুর ফাড়ির অন্তর্গত আলদির বাসিন্দা। তদন্তে জানা গেছে, ফারকুল শেখ মুর্শিদাবাদ থেকে ওই মাদক নিয়ে এসেছিল এবং আরশকে দিয়েছিল পাচারের জন্য।

ধৃতদের হেফাজতে নিয়ে এই মাদক চোরাচালানের পেছনের মূল পান্ডাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ডিসিপি পশ্চিম সন্দীপ কররা জানন, শীঘ্রই এই মাদক চোরাকারবারির নেটওয়ার্ককে উদঘাটন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments