সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কালিপাহাড়ি মোড়ের কাছে হানা দিয়ে ভিন জেলা থেকে আগত বাসের দুই যাত্রীকে গাজা সহ গ্রেফতার করে। বুধবার তাদের আদালতে পেশ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায়আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু গোপন সূত্রে খবর পান যে, এক মহিলা ও এক ব্যক্তি ১৯ নম্বর জাতীয় সড়কে কালিপাহাড়ি মোড়ে ভিন জেলার একটি বাস থেকে নেমেছে। তাদের কাছে দুটি ব্যাগ আছে। তাদের আচরণ সন্দেহজনক ও তারা কালিপাহাড়ি মোড় থেকে বাঘবন্দি গ্রামের দিকে যাচ্ছে। এরপর ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অতর্কিতে হানা দিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে দুজনের কাছে থাকা দুটি ব্যাগ থেকে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপরই তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যাত্রী বীরভূম জেলার রামপুরহাটের বাসিন্দা। বছর ৫০ র আনন্দ লেট ও বছর ৪২ র গীতা কর্মকার। বুধবার সকালে ধৃতদের আসানসোল আদালতের এনডিপিএস কোর্টে পেশ করা হলে বিচারক তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এই বিষয়ে পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে, এর পেছনে কে বা কারা আছে।