সংবাদদাতা,আসানসোলঃ– গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পেল আসানসোল বনদপ্তর। আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকা থেকে উদ্ধার হল হরিণের সিং ও পেঙ্গলিনের আঁশ । ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বনদপ্তর। ধৃত দুই ব্যক্তিকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হয়।
বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে সম্বর হরিণের ১১ টি সিং ও ৭টি পেঙ্গলিনের আঁশ পাওয়া গিয়েছে। ধৃত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি, দুইজনেই ঝাড়খন্ডের বাসিন্দা। আসানসোলে ওই বন্যপ্রাণীর দেহাংশ পাচারের উদ্দেশ্য এসেছিল দুই ব্য়ক্তি। কিন্তু পাচারের আগেই তারা হাতেনাতে ধরা পড়ে যায়।