সৌভিক সিকদার, সরুলিয়া, পূর্ব বর্ধমান-: প্রতিবছরের মত এবছরও ১৭ ই জানুয়ারি মঙ্গলকোটের সরুলিয়ায় অবস্থিত ‘সত্যনারায়ণ হিমঘর’ কর্তৃপক্ষের পরিচালনায় দুই স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফ্রেন্ডস ইন নীড এণ্ড ডিড’ এবং ‘সত্য সুষমা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার আড়াই শতাধিক প্রবীণদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। পাশাপাশি ৫০ জনকে বাচ্চার হাতে তুলে দেওয়া হয় পেন্সিল, পেন, স্কেল, রং পেন্সিল সহ বিভিন্ন খেলার সামগ্রী।
প্রসঙ্গত, ব্যবসার পাশাপাশি হিমঘর কর্তৃপক্ষ প্রতিবছর এলাকায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিযুক্ত রেখেছেন। সর্বদাই তারা মানুষের পাশে থাকেন। এভাবেই এলাকাবাসীদের কাছে তারা ঘরের মানুষ হয়ে উঠেছেন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন হিমঘরের কর্ণধার সুব্রত কোনার সহ হিমঘরের প্রত্যেক কর্মচারী ও হিমঘরের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।
সুব্রতবাবু বললেন, এলাকার মানুষ আমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছেন। তাই চেষ্টা করি তাদের পাশে থাকতে।