eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে অনুষ্ঠিত হচ্ছে পাওয়ার লিফটিং ও বডি বিল্ডিং প্রতিযোগিতা

দুর্গাপুর স্পোর্টস কার্নিভালে অনুষ্ঠিত হচ্ছে পাওয়ার লিফটিং ও বডি বিল্ডিং প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রথমবার দুর্গাপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে খেলাধুলার মেগা ইভেন্ট “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”। শহরের একাধিক স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামে এই খেলাধুলার আনন্দযজ্ঞ চলছে। যেখানে মোট ৩২টি ইভেন্টে ১৫,০০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবেন। যার মোট পুরস্কারের মূল্য ২৫ লক্ষ টাকা।

প্রতিযোগিতার প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে পাওয়ার লিফটিং ও বডি বিল্ডিং। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার রবি (১৮,১৯ জানুয়ারি) দুদিন সিটিসেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বডি বিল্ডিং (মেনস ফিজিক) ও পাওয়ার লিফটিং ও বেঞ্চ প্রেস (মহিলা এবং পুরুষ) প্রতিযোগিতা। যেখানে জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলির বাছাই করা খেলোয়াড়রা ও স্কুল-কলেজের সেরা খেলোয়াড়রা অংশ গ্রহণ করেছে।

পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মতে দুর্গাপুর “স্পোর্টস কার্নিভাল”, খেলোয়াড় বা প্রতিযোগীদের জন্য এক স্বপ্নের প্ল্যাটফর্ম। যেখানে একাধারে প্রতিযোগীরা যেমন নিজেদের সেরাটা সকলের সামনে তুলে ধরতে পারবেন অন্যদিকে তেমনি রাজ্যের সেরাদের সঙ্গে নিজের পারফরম্যান্স যাছাই করে নিতে পারবেন। যা তাদের আগামী দিনে এগিয়ে যেতে তথা আরও উচ্চ জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেতে সাহায্য করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments