সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-: ১৮ ই জানুয়ারি ছিল প্রিয় বন্ধু টুবাই অর্থাৎ জয়দীপ গণের জন্মদিন। ইচ্ছে করলে ওরা জন্মদিনটা ক্লাবের মধ্যে কেক কেটে, গালে মাখন মেখে, ফোম উড়িয়ে, ডিজে বাজিয়ে হৈচৈ করতে করতে পিকনিকের আদলে পালন করতে পারত। কিন্তু সেই পথে ওরা হাঁটেনি। পরিবর্তে নিজেদের মধ্যে চাঁদা তুলে পাড়ার বেশ কয়েকজন অসহায় বয়স্ক মানুষের হাতে কেক ও খাবার তুলে দেয়।বিনিময়ে ওরা পায় ওইসব বয়স্ক মানুষদের দু’হাত তুলে আশীর্বাদ। ওরা আউসগ্রামের দ্বারিয়াপুর গ্রামের জনা কুড়ি অভিন্ন হৃদয় বন্ধু।
টুবাইয়ের বক্তব্য, হয়তো বাড়িতে বা ক্লাবে জন্মদিনটা পালন করলে কিছু পার্থিব উপহার পেতাম ঠিকই, কিন্তু পেতাম না ওইসব অসহায় বয়স্ক মানুষদের মহামূল্যবান আশীর্বাদ। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ।
টুবাইয়ের অন্যতম বন্ধু দেবাঙ্কুর চ্যাটার্জ্জী বললেন, আমরা বন্ধুরা কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ধরনের অনুষ্ঠানগুলি শিশু ও প্রবীণদের মাঝে পালন করব এবং আনন্দগুলো সবার সাথে ভাগ করে নেব। অসহায় মানুষদের নিজ নিজ সাধ্যমত সাহায্য করার জন্য সবার কাছে তিনি অনুরোধ কযেন।