সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুকুমার আঁকুড়ে (৪৮)। তিনি কাঁকসার বাঁশকোপা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার রাতে দুর্গাপুর ও রাজবাঁধ স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রবিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে রেল লাইন পারপার করার সময় সম্ভবত দুর্ঘটনাটি ঘটে। অন্ধকার থাকায় হয়তো ওই ব্যক্তি ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি।