সংবাদদাতা,আসানসোলঃ– সোমবার মা কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন অতিথি নিবাসের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের সুবিধার জন্য পিপি মডেলে এই অতিথিনিবাস তৈরি করেছে আসানসোল পৌরনিগম। মূলত পর্যটকদের থাকার জন্য এই অতিথিনিবাস তৈরি হয়েছে। পাশাপাশি এলাকার মানুষজন বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠানের এই অতিথিনিবাস ভাড়া নিতে পারবেন।
এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে।
অন্যদিকে এদিন আসানসোল পৌরনিগমের ৩৪তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় এই নব নির্মিত কল্যাণেশ্বরী অতিথি নিবাসে। বোর্ড মিটিং উপস্থিত ছিলেন পৌরনিগমের চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র পরিষদের সদস্য, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরো অনেকে। পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও পরিষেবা নিয়ে এদিনের বোর্ড মিটিংয়ে আলোচনা হয় বলে জানান পৌর নিগমের চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জি।