eaibanglai
Homeএই বাংলায়শিক্ষার্থীদের জন্য দন্ত পরীক্ষার আয়োজন করল ফলতা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ

শিক্ষার্থীদের জন্য দন্ত পরীক্ষার আয়োজন করল ফলতা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা-: শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিকেও নিয়মিত নজর রাখেন দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। আবারও তার নমুনা পাওয়া গ্যালো। ২২ শে জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইণ্ডিয়ান মেডিকেল এ্যাসোসিয়েশনের কলকাতা শাখার
বিশিষ্ট দন্ত চিকিৎসকরা।

শিবিরে প্রতিটি শিক্ষার্থীর দাঁতের পরীক্ষা করে দাঁতে কোনো রকম সমস্যা আছে কিনা দেখা হয় এবং দাঁত রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর হাতে মাজন ও মাউথ ওয়াশ তুলে দেওয়া হয়।

শিবিরে উপস্থিত ছিলেন সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান শিক্ষক তিলক নস্কর বললেন, আমরা ছোট থেকেই ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা’ বুঝতে পারিনা। কীভাবে দাঁতের যত্ন নিতে হয় সেটাও ঠিকমত জানিনা। ফলে অল্প বয়সেই দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগতে থাকি। তাইতো আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই শিবিরের আয়োজন করেছি। আশাকরি তারা যথেষ্ট উপকৃত হবে।


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments