eaibanglai
Homeএই বাংলায়নেতাজির জন্মদিনে দুর্গাপুরে ম্যারাথন দৌড়

নেতাজির জন্মদিনে দুর্গাপুরে ম্যারাথন দৌড়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জন মানসে ডায়াবেটিস নিয়ে সচেতনতার লক্ষ্যে বৃহস্পতিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে দুর্গাপুরে হয়ে গেল “দুর্গাপুর ম্যারাথন ফাইভ ‌কে”। লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর এবং জংশন মলের যৌথ উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়।

এদিন প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরেই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা, লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ও জংশন মলে কর্মকর্তারা।

এদিন সকালে সিটিসেন্টারের জংশন মল থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। দৌড়ে অংশ নিয়েছিলেন বিভিন্ন বয়সের প্রায় ৫০০ জন প্রতিযোগী। গান্ধী মোড়, উইমেন্স কলেজ মোড় হয়ে ফের জংশন মলে এসে শেষ হয় ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড়। ম্যারাথন শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিকে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা নগদ পুস্কার, সার্টিফিকেট ও মেডেল দিয়ে দেওয়া পুরস্কৃত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments