eaibanglai
Homeএই বাংলায়মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা, চার পুলিশকর্মীকে সারানো হল

মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা, চার পুলিশকর্মীকে সারানো হল

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে হামলার ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ কর্মীকে বদলি করে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার সকালেই মন্ত্রীর বাড়িতে নতুন চার কনস্টেবলকে মোতায়েন করা হয়। মন্ত্রী যখন বাড়িতে থাকবেন, তখন তাঁর নিরাপত্তা আরও আঁটসাঁট করা হবে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস।

বাড়িতে হামলার সময় মন্ত্রী আসানসোলে ছিলেন না। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা সফরে গিয়েছিেলেন। বৃহস্পতিবার সকালে তিনি আসানসোলে ফেরেন। এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি জানান পুলিশের তদন্তের উপর তাঁর ভরসা আছে। এটি কোনো রাজনৈতিক চক্রান্ত আছে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, “তা তো এখনই বলা যাবে না। থাকলেও থাকতে পারে।”

অন্যদিকে বৃহস্পতিবার ঘটনায় আটক যুবককে গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে আসানসোলের কালীকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা ওই যুবক ভিক্কি কেওড়ার বাবা এক বছর আগে মারা যান। বছর ঘুরে গেলেও তিনি ডেথ সার্টিফিকেট পাননি। বুধবার বাবার ডেথ সার্টিফিকেট নিতে মন্ত্রীর বাড়ি গিয়েছিলেন । কিন্তু মন্ত্রী বাড়িতে না থাকায় থান ইট নিয়ে মন্ত্রীর বাড়ির একতলার অফিস ঘরে ঢুকে পড়ে টেবিলের কাচ ভাঙচুর করে যুবক। তবে, ধৃত যুবকের মা মুক্তি কেওড়ার দাবি করেছেন তার ছেলের মাথা ঠিক নেই। বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে সে।

এদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর নজর এড়িয়ে কীভাবে ওই যুবক ইট নিয়ে মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন ও ভাঙচুর করলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের ভূমিকা নিয়ে ওঠে সমানোচনার ঝড়। এই বিতর্কের মধ্য়েই চার পুলিশকর্মীকে সরিয়ে দিল এডিপিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments