eaibanglai
Homeএই বাংলায়কলকাতা বইমেলায় থাকছে হাইকোর্টের মিডিয়েশন কমিটির নিজস্ব স্টল

কলকাতা বইমেলায় থাকছে হাইকোর্টের মিডিয়েশন কমিটির নিজস্ব স্টল

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা -: আগামী ২৮ শে জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হতে চলেছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। বইপ্রেমীদের জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের স্টল তৈরি করতে শুরু করে দিয়েছে।

এবার বইমেলার ৫ নং গেটের কাছে ৩২১ নং স্টল থাকছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন আন্ড কনসলিডেশন কমিটির স্টল। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কীভাবে মামলার পাহাড় কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে সেটা বিভিন্ন পুস্তকের পাশাপাশি মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় আগতদের বিস্তারিত বর্ণনা দেবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানমের নির্দেশে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে এবং মেম্বার সেক্রেটারি সঞ্জীব শর্মার পরিচালনায় মিডিয়েশন কমিটি রাজ্যজুড়ে সারাবছর ধরে তাদের কাজকর্ম চালাচ্ছে। কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার (লিগ্যাল) আর, এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড: শুভাশিস মুহুরী জানিয়েছেন -“২০০৯ সাল থেকে কলকাতা হাইকোর্টে এই কমিটি শুরু হয়েছে। গতবছর সমাজের বিভিন্ন স্তরের অভিজ্ঞদের নিয়ে ১২৫ জনের মিডিয়েশন প্রশিক্ষণ শেষ হয়েছে। এদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকরা, প্রাক্তন আইপিএস সহ আইনজীবী, স্থাপত্যবিদ, সাংবাদিক প্রমুখরা”। কলকাতা হাইকোর্টের পাশাপাশি সারা রাজ্যে ৭২ টি এডিআর (বিকল্প বিবাদ নিস্পত্তি কেন্দ্র) সেন্টারে মিডিয়েশনের মাধ্যমে মামলার নিস্পত্তি ঘটানো হয়। গোপনীয়তা, নিরপেক্ষতার মাধ্যমে দুপক্ষের বিবাদ কিভাবে মেটানো হয় সেই বার্তা জনমানসে দিতে বইমেলায় স্টল করা হচ্ছে বলে জানিয়েছেন ড: শুভাশিস বাবু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments