eaibanglai
Homeএই বাংলায়গুসকরায় আয়োজিত হলো চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

গুসকরায় আয়োজিত হলো চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-: পথ দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পকে সফল করার জন্য ২৭ জানুয়ারি থেকে সমগ্র রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ পালন, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উদ্দেশ্য সাধারণ মানুষ ও গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা। এই কাজটাই গত কয়েকবছর ধরে প্রায় সফলভাবে করে চলেছে রাজ্যের ট্রাফিক গার্ডের আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি সমাজের অংশ হিসাবে তারা নিজেদের সামাজিক দায়িত্বও পালন করে চলেছে। আবার তারই প্রমাণ পাওয়া গেল গুসকরায়।

সময়ের অভাব ও আর্থিক কারণে বাস চালকরা সেভাবে চক্ষু পরীক্ষা করার সুযোগ পাননা। অথচ গাড়ি চালানোর সময় তাদের সতর্ক দৃষ্টি থাকা প্রয়োজন। সমস্যাটি উপলব্ধি করে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক গার্ডের সহযোগিতায় ৩১ শে জানুয়ারি গুসকরা ট্রাফিক গার্ডের উদ্যোগে গুসকরা বাসস্ট্যান্ডে মূলত বাসচালকদের জন্য বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বননবগ্রাম হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞদের সহযোগিতায় প্রায় ষাট জন চালকের চক্ষু পরীক্ষা করা হয়।

শিবিরে চক্ষু পরীক্ষা করার সুযোগ পেয়ে বাসকর্মী গুরুপদ, লখাই, বাদম, ধনেশরা খুব খুশি। গুরুপদ বাবু বললেন, সময়ের অভাবের পাশাপাশি আর্থিক কারণে আমরা চক্ষু পরীক্ষা করাতে পারিনা। কিন্তু আমাদের পেশার জন্য নিয়মিত চক্ষু পরীক্ষা করা খুবই প্রয়োজন। আজ আমাদের জন্য গুসকরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করার জন্য আমরা ওদের কাছে কৃতজ্ঞ।

শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি (ডি এণ্ড টি) সুব্রত মণ্ডল, গুসকরা ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ পাইন সহ অন্যান্য কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments