নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দিনেদুপুরে বাড়ির সামনে থেকে মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার করঙ্গপাড়া এলাকায়। ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকাজুড়ে।
শুক্রবার বিকেলে নিজের বাড়ির সামনে পায়চারি করছিলেন স্থানীয় বাসিন্দা স্বর্ণা দেবী খৈতান। সেই সময় বাইকে করে দুই ব্যক্তি পিছন থেকে মহিলার হার ছিনতাই করে চম্পট দেয়। স্বর্ণা দেবী জানান দুজনেই হেলমেট পড়ে ছিল। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাজার সংলগ্ন এলাকায় দিনেদুপুরে পাড়ার মধ্যে থেকে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তারা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান।
অন্যদিকে কোকওভেন থানার পুলিশ এলাকায় পৌঁছে সকলের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখে ঘটনার কিনারা করা হবে।
প্রসঙ্গত দিন কয়েক আগে কোকওভেন থানার সুভাষ পল্লী এলাকায় ভরদুপুরে এক বৃদ্ধা বাড়ির সামনে থেকে গলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর চোট পান বৃদ্ধা। তবে তার ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে, সোনার চেন উদ্ধার করে পুলিশ। কিন্তু কিছু দিনের ব্যবধানে এলাকায় ফের দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।