নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা – : সাহিত্যকে ভালবেসে শ্যামনগরের পারমিতা রাহা ও বর্ধমান শহরের রাণা চ্যাটার্জ্জী গড়ে তোলেন ‘দূর্বাদল সাহিত্য প্রকাশনী’। লক্ষ্য নবীন কবি প্রতিভাদের পাশে দাঁড়ানো। সম্প্রতি এই প্রকাশনী গোষ্ঠীর উদ্যোগে একটি আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক গুণীজন ও কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে কলকাতার মানিকতলার বিবেকানন্দ সোসাইটি মঞ্চে সংশ্লিষ্ট প্রকাশনীর ‘তিলোত্তমা’ সংখ্যার মোড়ক উন্মোচিত হয়। পাশাপাশি কবি অপ্রতিম ব্যানার্জি, প্রদ্যুৎ হালদার ও ব্যোমকেশ দত্তের একক কাব্যগ্রন্থও প্রকাশিত হয়।
সিস্টার নিবেদিতার তৈরি স্বামীজির স্মৃতি বিজড়িত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এরপর বিশিষ্ট অতিথি ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। একে একে পরিবেশিত হয় আবৃত্তি, শ্রুতি নাটক, নৃত্য আলেখ্য রন্ধন প্রতিযোগিতা সহ একগুচ্ছ মনোজ্ঞ অনুষ্ঠান। সাহিত্য সম্পর্কে প্রবীণদের মননশীল আলোচনা অনুষ্ঠানটিকে অন্যমাত্রা এনে দেয়। অনুষ্ঠানে একাধিক গুণী ব্যক্তির হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজিতেশ নাগ, বৈজয়ন্ত রাহা, জয়দীপ চট্টোপাধ্যায়, প্রজ্ঞা পারমিতা, মন্দিরা চ্যাটার্জী প্রতিহার, সুনীল কুমার প্রতিহার, নদেরচাঁদ হাজরা, প্রবীর চৌধুরী, অসীম দাস প্রমুখ।
অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শান্তনু হালদার, চন্দন দাশগুপ্ত, প্রদ্যুৎ হালদার, মানস রায়, গৌতম সরকার, সুস্মিতা রাহা সরকার, সাক্ষী হালদার, সৌমালী সরকার, মুনমুন মুখার্জ্জী সহ আরও অনেকেই।
অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন সম্পাদিকা পারমিতা রাহা হালদার এবং সঞ্চালনায় ছিলেন নিবেদিতা দে ও অপ্রতিম ব্যানার্জি।
সবমিলিয়ে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ পান শতাধিক কাব্যপ্রেমী মানুষ।