নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা -: গত ২৮ শে জানুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের বইমেলার অন্যতম আকর্ষণ হলো কলকাতা হাইকোর্টের মিডিয়েশন আন্ড কনসলিডেশন কমিটির স্টল (গেট ৫ নং, স্টল ৩২১-নং)। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে জমে থাকা মামলার পাহাড় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাধারণ মানুষকে সেটা সম্পর্কে অবহিত করার জন্য এই স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষজন ভিড় করছেন। মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় তাদের স্টলে আগতদের মিডিয়েশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত বর্ণনা করার পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে মিডিয়েশন সম্পর্কিত লিফলেট ও বই তুলে দিচ্ছেন। এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন মিডিয়েশন অফিসের কর্মী মহম্মদ নৌশাদ, আকবর আলি,মৌসুমি মন্ডল প্রমুখ।
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানমের নির্দেশে এবং বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে ও সদস্য সেক্রেটারি সঞ্জীব শর্মার পরিচালনায় মিডিয়েশন কমিটি রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে সারাবছর ধরে এই সংক্রান্ত কাজকর্ম করে চলেছে।
কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার (লিগ্যাল) আর, এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড. শুভাশিস মুহুরী জানিয়েছেন -“২০০৯ সাল থেকে কলকাতা হাইকোর্টে এই কমিটি শুরু হয়েছে। গতবছর সমাজের বিভিন্নস্তরের অভিজ্ঞদের নিয়ে ১২৫ জনের মিডিয়েশন প্রশিক্ষণ শেষ হয়েছে। এঁদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারক, প্রাক্তন আইপিএস সহ আইনজীবী, স্থাপত্যবিদ, সাংবাদিক প্রমুখ। জানা গেছে, কলকাতা হাইকোর্টের পাশাপাশি সারা রাজ্যে ৭২ টি এডি আর (বিকল্প বিবাদ নিস্পত্তি কেন্দ্র) সেন্টারে মিডিয়েশনের মাধ্যমে মামলার নিস্পত্তি ঘটানো হয়। গোপনীয়তা ও নিরপেক্ষতার মাধ্যমে দু’পক্ষের বিবাদ কিভাবে মেটানো হয় তার বার্তা জনমানসে দিতে বইমেলায় স্টল করা হয়েছে বলে জানিয়েছেন শুভাশিস বাবু।