সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– খোলামুখ খনিতে কয়লা চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার ইসিএলের নর্থ শিয়ারসোল খোলামুখনিতে। মৃত যুবকের নাম টিঙ্কু বাউরি ( ২৬)। সে আসানসোলের জামুড়িয়া থানার মিঠাপুরের বাসিন্দা ছিল।
দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে। জানা গেছে, এদিন সকাল ১১ টা নাগাদ কয়লাখনি এলাকা দিয়ে যাচ্ছিলো মিঠাপুরের টিঙ্কু বাউরি। সেই সময় কোনভাবে তার উপর কয়লার চাঁই পড়ে। কয়লা চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে যুবকরে মৃত্যুর খবর জানাজানি হতেই কেকেএসসি বা কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতৃত্বে মৃতের আত্মীয় পরিজন ও এলাকার বাসিন্দারা খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে, খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণেরদাবি জানায় তারা।
মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, ইসিএল বিধি মেনে চালু অথবা পরিত্যক্ত খোলা মুখ খনির চারপাশে ঘিরে দেওয়ার কোন ব্যবস্থা করেনা। এর জেরে বিভিন্ন সময়ে গবাদি পশু থেকে শুরু করে মানুষের মৃত্যু হয়। বারবার এই দাবিতে বিক্ষোভ দেখানো হলেও ইসিএল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জামুড়িয়া থানার পুলিশ, সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা।
শেষ পর্যন্ত আলোচনায় বসে ইসিএল কর্তৃপক্ষ এবং মৃত যুবকের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে, যেহেতু কয়লা উৎপাদনের কাজ একটি বেসরকারি সংস্থা করছে, তাই চাকরি দেওয়ার বিষয়টি আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় । এর পরই বিক্ষোভ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।