eaibanglai
Homeএই বাংলায়ইসিএলের নিরাপত্তা রক্ষীদের আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

ইসিএলের নিরাপত্তা রক্ষীদের আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রানিগঞ্জের নারায়ণকুঁড়ির খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়াল খনি সংলগ্ন মুচিপাড়া এলাকায়। প্রতিবাদে ইসিএলের নিরাপত্তা রক্ষীদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে অন্য দিনের মতোই খনি সংলগ্ন মুচিপাড়া এলাকার বাসিন্দারা কেউ বিশ্রাম করছিলেন, কেউ মধ্যাহ্ন ভোজন করছিলেন। তখনই পাশের কয়লাখনিতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের জেরে খনি থেকে তিনটি বড় আকারের পাথর ছিটকে গিয়ে বসতি এলাকায় পড়ে। কোনো দুর্ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেকোন সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তারা ইসিএলের কাছে পুনর্বাসনের দাবিতে ও বিস্ফোরণের প্রতিবাদে খনির নিরাপত্তা রক্ষীদের গ্রামে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। নিরাপত্তারক্ষীদের পাউরুটি, মিষ্টি, বিস্কুট ও জল খাইয়ে আটকে রেখে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ইসিএলের নিরাপত্তা রক্ষীরা বিস্ফোরণের পর দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। তা দেখে গ্রামবাসীরা তারা দুজন নিরাপত্তারক্ষীকে গ্রামেরই এক প্রান্তে আটকে রাখেন।

গ্রামবাসীরা জানান, এর আগে বেশ কয়েকবারের বিস্ফোরণে এলাকার বাড়িঘর ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছে অনেকে। তারপর দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ওই খনি থেকে কয়লা উত্তোলন। যদিও পরবর্তী সময়ে গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের আশ্বাস দিয়ে খনি চালু করে ইসিএল কর্তৃপক্ষ।

অন্যদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। যদিও বিস্ফোরণ বন্ধ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা।

গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিষয়টিকে নিয়ে ইসিএল কর্তৃপক্ষ সঙ্গে বৈঠক করে সমাধান সূত্র বার করার উদ্যোগ নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments