eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বহুতল আবাসনে ছিঁড়ে পড়লো লিফট, জখম ১

দুর্গাপুরের বহুতল আবাসনে ছিঁড়ে পড়লো লিফট, জখম ১

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৃহস্পতিবার দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া তপোবন সিটির বহুতল আবাসনে লিফট ছিঁড়ে দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন কৃশানু বন্দ্যোপাধ্যায় নামে এক জেনা জওয়ান। তাকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে আবাসন কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষনের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা। যাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

জানা গেছে এদিন আবাসনের ৫৮ নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে ওঠেন কৃশানু বন্দ্যোপাধ্যায়। লিফটে ওঠা মাত্রই লিফট ছিঁড়ে নিচে পড়ে। গুরুতর জখম হয় কৃশানুবাবু। বিষয়টি নজরে আসতেই নিরাপত্তারক্ষী ও স্থানীয়রা লিফটের দরজা ভেঙে কৃশানুবাবুকে উদ্ধার করেন ও হাসপাতালে নিয়ে যান। ঘটনায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ে তেমনি আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আবাসিকরা।

আবাসিক গোপা পাল অভিযোগ করে বলেন, “রক্ষণাবেক্ষণের দিকে কোন নজর নেই আবাসন কর্তৃপক্ষের। এর আগেও একাধিকবার লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। অভিযোগ জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এবার একেবারে লিফট ছিড়েই পড়ল পাঁচতলা থেকে। সম্পূর্ণ গাফিলতি আবাসন কর্তৃপক্ষের।”

তপবন সিটি আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকে তো একেবারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এর আগেও একাধিকবার ফাঁকা লিফট ছিঁড়ে পড়েছে। তবুও আবাসন কর্তৃপক্ষর কোন হেলদোল নেই। আজ এত বড় ঘটনা ঘটে গেল তারপরেও আবাসন কর্তৃপক্ষের দেখা নেই।”

যদিও তপোবন সিটি আবাসন কর্তৃপক্ষের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “যেকোনো দুর্ঘটনাযই দুঃখজনক। তবে আমাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। আবাসিকদের সমস্যার সমাধানেরও চেষ্টা চালানো হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য নজরদারি বাড়ানো হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments