eaibanglai
Homeএই বাংলায়মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলার

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলার

সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-: আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। গতকালঅর্থাৎ ৯ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজ ওয়ার্ডের ২০ জন পরীক্ষার্থীর বাড়িতে পৌঁছে গেলেন গুসকরা পুরসভার ১৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সাধনা কোনার। একে একে প্রত্যেকের হাতে তুলে দিলেন কলম, পেনসিল ও রাবার। একইসঙ্গে তাদের আশীর্বাদ করেন ও নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করেন।

কাউন্সিলারের কাছ থেকে কলম পেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা, রাখি, সোহানা, শ্রাবণী, শুভদীপ, ইন্তাজ, বর্ষা সহ প্রত্যেক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা খুব খুশি।

জনৈক অভিভাবক বললেন, কলমটা বড় বিষয় নয় আমরা বিশ্বাস করি কাউন্সিলারের উপস্থিতি পরীক্ষার্থীদের মনে আলাদা উৎসাহ ও প্রেরণা দেবে। কাউন্সিলারের সঙ্গে ছিলেন বুথ সভাপতি অরূপ কোনার, ওয়ার্ড সচিব উজ্জ্বল মল্লিক সহ তৃণমূল কর্মী আনোয়ার সেখ, দিলীপ পরামানিক, অর্ধেন্দু গড়াই প্রমুখ। সাধনা দেবীর বক্তব্য, আমি ওয়ার্ড কাউন্সিলার ঠিকই কিন্তু সবার আগে আমি একজন মা। অভিভাবক হিসাবে আমি আমার সন্তানদের কাছে গিয়েছি, তাদের উৎসাহ দিয়েছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments