eaibanglai
Homeএই বাংলায়তীর্থে তিন রাত কেন কাটাতে বলা হয়, তিন দিনের কম তীর্থবাস নয়...

তীর্থে তিন রাত কেন কাটাতে বলা হয়, তিন দিনের কম তীর্থবাস নয় কেন?

সঙ্গীতা চৌধুরীঃ- বর্তমান সময়ে অনেকেই মহাকুম্ভে যাচ্ছেন। দিক দিক থেকে এত মানুষ তীর্থ করতে যাচ্ছেন যে বারংবার নানান রকম প্রশ্ন উঠছে। প্রায়ই যেমন শোনা যায় যে তীর্থে গিয়ে তিন রাত কাটাতে হয়। কিন্তু কেন এমনটা বলা হয় জানেন কী? স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই প্রসঙ্গে বলেন, “তীর্থে গিয়ে অনেকে শুধু মন্দিরে প্রণাম করে কাজ সারেন। এখানে বলা হচ্ছে আর‌ও বেশি ফল লাভের জন্য। কীভাবে? জপ ধ্যানেও সময় দিয়ে। সেখানে সাধকেরা তপস্যা করেছেন, অসংখ্য ভক্ত আধ্যাত্মিক ভাব নিয়ে জড়ো হয়েছেন। তাদের সাত্ত্বিক মন-তরঙ্গ (তন্মাত্রা) ঐ স্থানকে অনুরণিত (charged) করে রাখে। ফলে আপনি সেখানে গেলে আপনার মানসিকতায় তার প্রভাব পড়ে। এ আপনাকে সাহায্য করে সাধনায়।”

এইবার প্রশ্ন উঠতে পারে তিনদিনের বদলে তিনরাত কেন বলা হয়েছে? এই প্রসঙ্গে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছেন,“ অন্তত তিন রাত আপনি যদি এভাবে সাধনা করেন তবে ঐ সাত্ত্বিক অনুরণন মনের গভীরে চলে যায়। অর্থাৎ ফল বেশি হয়। ‘রাত’ বলা হয়েছে কারণ রাতে শান্ত ও নীরব পরিবেশ থাকে। জপ ধ্যান ভালভাবে করা যায়। ‘তিন’ বলা হয় কারণ ঐ সময় দিনে রাতে আপনি অন্য সবকিছু অফিস, বাড়ি, আত্মীয়, বন্ধু সফ ভুলে ঈশ্বরচিন্তায় বেশি মন দিতে পারেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments