সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার। অল্পের জন্যে প্রাণে বাঁচলেন দুটি গাড়ির চালক ও যাত্রীরা। সোমবার ভরসন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার সেনরালে রোডের লোয়ার কুমারপুর মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান আসানসোলের জুবিলি মোড় থেকে একটি কালো ডাস্ট বোঝাই ডাম্পার ভগৎ সিং মোড়ের দিকে যাচ্ছিলো। কুমারপুর মোড়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাস্তা সংলগ্ন একটি দোকানে ঢুকে পড়ে। তারে আগে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি ও একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে। দোকান মালিকের পাশাপাশি অল্পের জন্য প্রাণে বাঁচেন দুটি গাড়ির চালক ও যাত্রীরা। ঘটনায় দুটি গাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যস্ততম ও জনবহুল সেনরেল রোডে ডাম্পারের মতো ভারী পণ্যবাহী গাড়ি চালানো নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের দাবি, রাত দশটার পর থেকে ভোর বেলা পর্যন্ত ভারী গাড়ি চলাচলের অনুমতি থাকলেও সকাল থেকে রাত পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি চালাচল করে। জেলা প্রশাসন ও পুলিশ এই ব্যাপারে উদাসীন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ এবং বেশ কিছুক্ষনের চেষ্টায় গাড়িগুলিকে সরিয়ে যান চলাচাল স্বাভাবিক করে। অন্যদিকে দুর্ঘটনার পরেই ডাম্পারের চালক এলাকা ছেড়ে চম্পট দেয়।





