সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– প্রয়াগরাজে যাবার জন্য শ্রদ্ধালুদের লম্বা লাইন পড়েছে আসানসোলে। চলছে রেজিস্ট্রেশন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই যাত্রার জন্য নাম নথিভুক্তকরণ। আগামী ২২ শে ফেব্রুয়ারী প্রয়াগরাজের উদ্দেশ্যে শুরু হবে যাত্রা।
প্রসঙ্গত আসানসোলের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা প্রসাদ আসানসোলের ৯টি বিধানসভা থেকে সম্পূর্ণ বিনা খচড়ায় শ্রদ্ধালুদের মহাকুম্ভে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রতি বিধানসভা পিছু দুটি করে বাসের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মোট ১১০০ জন শ্রদ্ধালুকে এই মহাতীর্থে নিয়ে যাওয়া হবে। ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী শ্রদ্ধালুদের এই যাত্রার জন্য নির্বাচিত করা হবে। যদিও তার আগে তাদের শারীরিক পরীক্ষা করা হবে। এই যাত্রায় খাওয়া দাওয়া, চিকিৎসা ও সুরক্ষার সমস্ত বন্দোবস্ত করা হবে।
চলতি মাসের ৪ তারিখ এই মর্মে একটি সাংবাদিক সম্মেলন করে শ্রদ্ধালুদের নাম নথিভুক্ত করার আবেদন জানান কৃষ্ণা প্রসাদ। গতকাল ১১ তারিখ নাম নথিভুক্ত শুরু হয় আর তাতে দেখা যায় শ্রদ্ধালুদের লম্বা নাইন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নাম নথিভুক্তকরণ করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে কৃষ্ণা প্রসাদ জানান, আসানসোলের বহু মানুষ তাঁর কাছে কুম্ভে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিতেই তাঁর এই উদ্যোগ।
প্রসঙ্গত প্রয়াগরাজে ১৪৪ বছর পরে বসেছে মহাকুম্ভমেলা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের বিশেষ যোগে পূ্র্ণকুম্ভমেলাকে বানিয়েছে মহাকুম্ভ। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা যুমনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে স্নান করতে সাধু-সন্ন্যাসীরা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও বহু মানুষ প্রয়াগরাজে ছুটছেন পুণ্যস্নানের জন্য।





