নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভ্যালেন্টাইনস ডে মানেই লালা গোলাপ, চকলেট, উপহার আর প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাোনর দিন। তবে এই দিনটি অন্যরকমভাবে সেলিব্রেট করতে চলেছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। এই দিন দুর্গাপুরের জংশন মলে সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে দেহ সৌষ্ঠব প্রদর্শন প্রতিযোগিতা। আসলে “তুষার কান্তি সরকার মেমোরিয়াল ক্লাসিক মেনস বডিবিল্ডিং অ্যান্ড মেনস অ্যান্ড উইমেনস ফিজিক্স চ্যাম্পিয়ানশিপ” ইভেন্টটির জন্য ভালোবাসার দিনটিকেই বেছে নিয়েছেন উদ্যোক্তারা। যেখানে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা অংশ নেবেন। প্রতিযোগিতায় জয়ীদের জন্য থাকবে আকর্ষনীয় নগদ পুরস্কার।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে শহরের বিশিষ্টজন ও ক্রীড়াবিদরা মিলে তৈরি করেছিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিকাল অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে বর্ধমান জেলা ভাগের পর সংস্থার নাম বদলে হয় পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। দুর্গাপুরে দেহসৌষ্ঠব, শক্তি উত্তোলন ও যোগব্যায়ামকে জনপ্রিয় করতে এই সংস্থার অবদান অনস্বীকার্য। ক্রমে এই সংস্থা কর্মকাণ্ড বিস্তৃত হতে থাকে। দুর্গাপুর ছাড়িয়ে জেলা স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখে দুর্গাপুরের ছেলে মেয়েরা। এখান থেকেই বেরিয়ে আসে এশিয়ান শক্তি উত্তোলক চ্যাম্পিয়ন গোলাম মোস্তফা, জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়ন অমিত পাকরাশীরা। এই সংস্থা বেশ কয়েকবার ন্যাশনাল বডি বিল্ডিং পাওয়ার লিফটিং ও যোগব্যায়াম চ্যাম্পিয়নশিপেরও আয়োজন করেছে।





