সন্তোষ কুমার মণ্ডলঃ– প্রায় ১০ বছর পর নতুন টেন্ডার হচ্ছে রূপনারায়ণপুর টোল প্লাজার। অবশেষে জেলা পরিষদের বাজেটে নতুন টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি এই কথা জানিয়েছেন।
প্রসঙ্গত ২০১৭ সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা গঠন হলেও জেলা পরিষদের অধীনে থাকা রূপনারায়ণপুর টোল প্লাজাটি পুরানো টেন্ডারেই চলছে চালোনা হচ্ছে। বিষয়টি সংবাদ শিরোনামে উঠে আসতেই রীতিমত বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয় জেলা পরিষদকে। দীর্ঘদিন ধরে নতুন টেন্ডার না হওয়ায় স্থানীয় মানুষজন এবং রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, কেন এখনো পর্যন্ত পুরনো ঠিকাদারি সংস্থাই কাজ চালিয়ে যাচ্ছে। উঠছিল দুর্নীতির অভিযোগ।
অবশেষে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া করা হবে বলে জানালেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। তিনি জানিয়েছেন বেসরকারী সংস্থাকে দিয়ে এই টোল চালানো হবে। তার জন্য বার্ষিক ৬০ লক্ষ টাকার টেন্ডার ডাকা হবে।
অন্যদিকে রূপনারায়ণপুর টোল প্লাজার ঠিকা কর্মীরা দাবি করেছেন বেতন ঠিক মতো পেলেও, পিএফ ও ইএসআই এর সুবিধা পান না তারা। তাই নতুন টেন্ডারে যে সংস্থায় দায়িত্ব পাবে তারা যেন এই বিষয়গুলিতে নজর দেয় সে ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন করেছেন তাঁরা।





