নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কলকাতার বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে দুর্গাপুরের দুই ছাত্রের কাছ থেকে প্রায় তিন কোটি প্রতারণার অভিযোগে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় ২০২৪ সালের শুরুর দিকে দুর্গাপুর থানার ইস্পাত নগরীর ২ ছাত্রকে কলকাতার একটি নামি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা করে নেয় অর্ণব দাস বর্মন নামে এক ব্যক্তি। কিন্তু বেশ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেনে দুর্গাপুরের দুই ছাত্র। প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে সম্প্রতি তারা দুর্গাপুর থানার দ্বারস্থ হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি পশ্চিম মেদিনীপুর শহরের বাসিন্দা। টানা ছদিন ধরে তল্লাশির পর কলকাতায় তার হদিশ মেলে। এবং গত বুধবার রাতে দুর্গাপুর থানার এএসআই নাজমুল হুদা বিশেষ অভিযান চালিয়ে কলকাতার পঞ্চসায়ের থানা এলাকার একটি বহুতল আবাসন থেকে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে আর কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা তার জানার চেষ্টার পাশাপাশি হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।





