নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভাড়া বাড়ির বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লকের অন্ডাল মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম মদন রাম , বয়স ৬৭ বছর। তিনি রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে অন্ডাল মোড়ের ওই ভাড়া বাড়িতে একাই থাকতেন মদন রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন। অন্ডাল থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে ব্যক্তির পচাগলা দেহ পড়ে রয়েছে। ওই ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও রেলে কাজ করার নথিপত্র উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশীদের মতে দু তিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তার জেরেই এদিন দুর্গন্ধ ছড়ায় এলাকায়। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে ধন্ধ কাটেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে দাবি পুলিশের। পাশাপাশি মৃত ব্যক্তির আত্মীয়-পরিজনদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।





