নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উচ্ছেদ অভিযানে নেমে অবৈধ দোকান পাট গুঁড়িয়ে দিল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ। শুক্রবার মেনগেট এলাকায় উড়ালপুলের নিচে এই উচ্ছেদ অভিযান চালনো হয়।
জানা গেছে মেন গেট এলাকার ওই উড়ালপুলের নিচে ফ্রি পার্কিং জোন করা হবে। তার জন্য বেশ কিছুদিন আগে ওই এলাকায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানদারদের সরে যাওয়ার নোটিশ দিয়েছিল ডিএসপি কর্তৃপক্ষ। অভিযোগ তার পরেও অনেকে থেকে গিয়েছিল। এদিন উচ্ছেদ অভিযানে নেমে সেইসব দোকান পাট বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান চলার সময় কয়েক জন বিক্ষোভও দেখান। কিন্তু সিআইএসএফ বাহিনীর উপস্থিতিতে বিশেষ সুবিধা করতে পারেননি বিক্ষোভকারীরা।





