সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল জেলা হাসপাতালে শুক্রবার উদ্বোধন হল ব্যাথা নিরাময় কেন্দ্রের। এখানে রোগীদের শরীরের বিভিন্ন ব্যাথার চিকিৎসা ও উপশম করা হবে। জেলা হাসপাতালের একতলাতে এই কেন্দ্রটি চালু করা হয়েছে।
এদিন কেন্দ্রটির উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলার সহকারী স্বাস্থ্য আধিকারিক ( ২) ডাঃ অনন্যা মুখার্জি। উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, ডাঃ অমিত মুখার্জি, ডাঃ সৈকত বাসু, ডাঃ কৌশিক পাল সহ হাসপাতালের নার্সরা।
ডাঃ অনন্য মুখার্জি জানান, এই কেন্দ্রে বিভিন্ন ধরনের ব্যাথার চিকিৎসা করা হবে। ডাঃ নিখিল চন্দ্র দাস জানান, বিভিন্ন জায়গায় থেকে রোগীরা জেলা হাসপাতালে আসেন শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা নিয়ে। সেসব ব্যাথার চিকিৎসা করে ব্যাথা নিরাময় করা হবে এই কেন্দ্রে। খুব শীঘ্রই বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে। আপাতত ডাঃ কৌশিক পাল এই কেন্দ্রের দায়িত্বে থাকবেন। ডাঃ কৌশিক পাল জানান, ব্যাথা বিভিন্ন ধরনের হয় শারীরিক, মানসিক ইত্যাদি। সব ব্যাথারই চিকিৎসা করা হবে এখানে।





