সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শুক্রবার সকালে আসানসোল পুরনিগমের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের মাঝে মূর্গাশোল এলাকায় হাইড্রেনের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ধস নামে, যার জেরে রাস্তায় ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে।
ধসের খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এলাকাটি ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়। পাশাপাশি ধসের কারণে ফাটল ধরায় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে ধসের খবর পেয়ে এলাকায় ছুটে যান পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণবীর সিং ভারারা। তিনি বলেন, এই এলাকাটি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। কোন বড় গাড়ি এলাকা দিয়ে গেলে পুরো রাস্তাটি ভেঙে পড়তে পারে, ঘটতে পারে বড় দুর্ঘটনা। পাশাপাশি তিনি জানান এলাকার উঁচু ড্রেনটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। এখন সেই ড্রেনের পিলারের ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় পুরো রাস্তাটি ধীরে ধীরে বসে যাচ্ছে। বিষয়টি পুরনিগমের মেয়র, পুরকমিশনার, দুই ডেপুটি মেয়র, চেয়ারম্যান সহ সবাইকে জানানো হয়েছে। পুরনিগমের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।





