সন্তোষ কুমার মণ্ডল,কাঁকসাঃ- কাঁকসার বিরুডিহার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। ডাম্পারের পেছনে ধাক্কা মেরে উল্টে গেল চারচাকা গাড়ি। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা কেই গুরুতর জখম হননি।
দুর্ঘটনাটি ঘটে এদিন দুপুর ২টো নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ছোট গাড়ি জাতীয় সড়ক ধরে দুর্গাপুর থেকে কোলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পেছনে ধাক্কা মেরে গাড়িটি ডিভাইডার অতিক্রম করে দুর্গাপুর গামী রাস্তার উপর চলে যায়। জানা গেছে গাড়িতে সেসময় চালক সহ দুজন ছিলেন। চালক অল্প বিস্তার আহত হন। তবে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
অন্যদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দুর্গাপুর গামী রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কাঁকসা থানার পুলিশ আহতকে উদ্ধার করার পাশাপাশি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।





