eaibanglai
Homeএই বাংলায়ছোট্ট শিশুকে কীভাবে বোঝাবেন কী পাপ আর কী পুণ্য?

ছোট্ট শিশুকে কীভাবে বোঝাবেন কী পাপ আর কী পুণ্য?

সঙ্গীতা চৌধুরীঃ- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বাবা-মায়েরা যতটা বেশি চিন্তিত হই, সন্তানদের চরিত্র গঠন নিয়ে কী ততখানি চিন্তা করা হয়? একজন সন্তান বৃদ্ধ বয়সে প্রচুর রোজগার করলেও বাবা-মাকে যখন গায়ে হাত তুলে মারে অথবা সম্পত্তির জন্য বাবা-মাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দেয় তখন অভিভাবকেরা শিক্ষার কথা ভাবতে থাকেন, কিন্তু অল্পবয়স থেকে কীভাবে তাকে শিক্ষা দেওয়া যায় সে বিষয়ে সচেতন হন না। এখন অনেকেই বলতে পারেন শিশুকে কীভাবে বোঝাবো কোনটা পাপ কোনটা পুণ্য? যদি পাপ, পুণ্য গভীরে বোঝাতে চায়, তাহলে কেউ তার ক্ষতি করলেও সে তাকে আটকাবে না। এখানে অভিভাবকরা মূলত দ্বন্দ্বে ভোগেন। কিন্তু আজকের প্রতিবেদনের ঘুচবে সেই দ্বন্দ্বের অবসান।

একবার একজন ভক্ত প্রশ্ন করেছিলেন “পাপ পুণ্য কী? কোন কাজে পুণ্য হয়?” স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরটাও দিয়েছিলেন। তিনি ব্যাসদেবের কথা বলেছিলেন। মহারাজ বলেন, ব্যাসদেব বলেছেন, পরের উপকার করা পুণ্য কাজ, অন্যকে পীড়ন করা পাপ। এই মানদণ্ডে বিচার করুন নিজের কাজকে। কিন্তু এর অর্থ এই নয় যে খারাপ লোককেও সহ্য করবেন আপনি। সেখানে ফোঁস করতে হবে। আরেকটু গভীরে যাওয়া যাক। ধর্ম হলো গতি – পশুত্ব থেকে মনুষ্যত্বে, এবং সেখান থেকে দেবত্বে। পশু ছিনিয়ে নেয় খাবার। মনুষ্যত্ব হলো ভাগ করে খাওয়া। এবং আগে অন্যকে দিয়ে পরে নিজে খাওয়া- দেবত্ব। যে কাজের দ্বারা আপনি পশুত্ব থেকে মনুষ্যত্ব উঠছেন বা মনুষ্যত্ব থেকে দেবত্বে, সেটা পূণ্য কাজ আর নীচে নামা হল পাপ কাজ।”

এইবার মহারাজ আর‌ও বলেন যে, প্রথমে প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ দিয়ে এটা শুরু করতে হয় তারপর ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হলে মানুষ আর খারাপ কাজ করতে পারে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments