সঙ্গীতা চৌধুরাঃ- খুব শীঘ্রই একটি নতুন বাংলা ছবি আসতে চলেছে। ছবিটির নাম ব্ল্যাক। এটি একটিয় সাইকোলজিকাল মাডার মিস্ট্রি। এই ছবিতে প্রদীপ ভট্টাচার্য, শংকর দেবনাথ, চান্দ্রেয়ী ঘোষ, শক্তি দে, সৈরতি ব্যানার্জী, বিমল গিরি, তন্নিষ্ঠা বিশ্বাস সুস্মিতা বিশ্বাস, অভিপ্সা ঘোষ প্রমুখ রয়েছেন। এছাড়া এই ছবিতেই আমরা খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখতে পাবো অভিনেতা অরিজিৎ লাহিড়ীকে। এই ছবিতে বাড়তি আকর্ষণ হলো অনেক চেনা মুখের সঙ্গে অনেক নতুন মুখদেরও এই ছবিতে দেখতে পাবেন দর্শকরা। মূলত ছবিতে তারা নতুন হলেও এই সকল শিল্পীরা বাংলা থিয়েটারের দাপিয়ে কাজ করে চলেছেন।
এই ছবিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা অরিজিৎ লাহিড়ী কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন , এটা একটা ভিন্ন ধরণের চরিত্র। যেটা এর আগে আমি অন্তত কখনও করেনি। এছাড়া এই ছবি প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় বাংলা চলচ্চিত্র জগতের নামী ও গুণী শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করে নিতে পেরে আমি খুশি।
ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, যিনি এই ছবির লেখক ও পরিচালক। এছাড়া সিনেমাটি প্রযোজনা করছেন সৌরভ দাস ও ডেজাভু প্রোডাকশন হাউজ। ইতিমধ্যে ছবিটির শুরু হয়ে গেছে। মূলত শহর কলকাতা জুড়েই হবে এই ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর পুজোর আগেই ব্ল্যাক মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।





