নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ শেষ হল মাধ্যমিক পরীক্ষা। এবারের পুরো মাধ্যমিক পরীক্ষা কর্মসূচি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন জানান, পশ্চিম বর্ধমান জেলায় সব জায়গায় সুন্দ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই জেলায় প্রায় দশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, শিক্ষা দপ্তর, মাননীয় মন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি সর্বোপরি মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পরামর্শ ও উৎসাহ এই কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করেছে।
এদিন দুর্গাপুরে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে গিয়ে দেখা যায় পরীক্ষা শেষে মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্ছ্বাস। কেউ সেলফি তুলে কেউ আবার আবির খেলে সেলিব্রেট করে পরীক্ষা শেষের আনন্দ।





