eaibanglai
Homeএই বাংলায়সাইকেল নিয়ে মহাকুম্ভের পথে ৭৪এর প্রৌঢ়

সাইকেল নিয়ে মহাকুম্ভের পথে ৭৪এর প্রৌঢ়

সংবাদদাতা,আসানসোলঃ- সাইকেল নিয়ে মহাকুম্ভের পথে চলেছেন পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ৭৪ বছরের প্রভাত দাস। জাতীয় কংগ্রেসের সদস্য প্রৌঢ় প্রভাত দাসের যদিও গন্তব্য পঞ্জাব। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে এরাজ্যের কৃষকদের বার্তা নিয়ে পৌঁছে যাবেন পঞ্জাবের কৃষকদের কাছে। প্রভাতবাবু জানান তিনি নিজেও কৃষকদের স্বার্থ রক্ষার্থে একটি জাতীয় সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কৃষকদের জন্য কাজ করেন। পঞ্জাব যাওয়ার পথে মহাকুম্ভে বার্তা দিয়ে যাবেন ভারতীয় সংবিধান রক্ষার।

গতকাল অর্থাৎ শনিবার কালনা থেকে যাত্রা শুরু করেছেন কংগ্রেস দল প্রেমী মানুষটি। লক্ষ‍্য ২৬ শে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানে অংশ গ্রহণ। এদিন সকালে যাত্রা শুরু করে রাতে আসানসোলে পৌঁছে যান। রাতে দক্ষিণা কালী বাড়িতে আশ্রয় নিয়ে সকালে ফের ১৯নম্বর জাতীয় সড়ক ধরে যাত্রা শুরু করেন ও ডুবুর্ডিহী চেকপোস্ট হয়ে ঝাড়খন্ডে প্রবেশ করেন।

প্রৌঢ় এই সাকইকেল যাত্রীর সঙ্গী বলতে সাইকেল, একটি জাতীয় কংগ্রেসের পাতাকা এবং শুকনো কিছু খাবার, ওষুধ,জল। প্রভাতবাবু জানান যাত্রা পথে কেউ ব্যক্তিগতভাবে আশ্রয় দিলে তা গ্রহণ করবেন অথবা মন্দির মসজিদে আশ্রয় নেবেন। তবে এই বয়সে এই প্রথম দীর্ঘ যাত্রায় বেরিয়েছেন তা নয়। এর আগে দেশের উত্তর থেকে দক্ষিণ ঘুরে ফেলেছেন এমনকি রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায়ও অংশ নিয়েছিলেন কোহিমা থেকে। কিন্তু পারিবারিক কিছু কারণে সেই যাত্রা সম্পূর্ণ করতে পারেননি তাকে ফিরে আসতে হয়।

তাই আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন কংগ্রেস দলের কথা মানুষের কাছে পৌঁছে দিতে। যে দল দেশকে স্বাধীনতা এনে দিয়েছে সেই দলকে যাতে মানুষ না ভোলে তার জন্য ৭৪ বছর বয়সেও কঠোর পরিশ্রমকে সঙ্গী করেছেন। বিবাহ না করলেও ভাই, বোন,ভাইপো, ভাইছি, নাতি নাতনি পরিবারের সকলকে নিয়ে থাকেন। কিন্তু ভালোবাসাটা হয়তো দলের জন্য আলাদা করে রেখেছেন বয়সে প্রৌঢ কিন্তু মনে ও শরীরে এখনও তরুণ কালনার প্রভাত দাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments