eaibanglai
Homeএই বাংলায়'বাংলা ভাষা উৎসব'-এ বাংলা ভাষা ব্যবহারের উপর জোর দিলেন রাজ্যের মন্ত্রী

‘বাংলা ভাষা উৎসব’-এ বাংলা ভাষা ব্যবহারের উপর জোর দিলেন রাজ্যের মন্ত্রী

সঙ্গীতা কর, কলকাতাঃ- কলকাতার বিখ্যাত সাহিত্য সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে ‘বাংলা ভাষা উৎসব’ উপলক্ষ্যে ২৩ শে ফেব্রুয়ারি কলকাতার রামমোহন লাইব্রেরী হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাছের গোড়ায় জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীকে বরণ করেন সংস্থার চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম ঢালি ও সভাপতি জলি সরকার। ওনার হাতে ‘রৌপ্য সরস্বতী তুলে দেন ‘স্বজন’-এর সম্পাদক চন্দ্রনাথ বসু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণ চক্রবর্তী, রঞ্জনা গুহ, সঙ্গীতা বসু রায়, অজয় ভট্টাচার্য, ডা. অনির্বাণ কুন্ডু, প্রাক্তন অধ্যক্ষ সুশীল কুমার বর্মন, অধ্যাপক ড. কল্লোল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা মৌমিতা সরকার প্রমুখ। ‘স্বজন’-এর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে এদের প্রত্যেককে বরণ করেন প্রণতি ভট্টাচার্য, পৌলভি মিশ্র ও মনীষা মজুমদার।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দিতে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং শিক্ষক ও কবি সেখ মনিরুদ্দিন এর হাতে ‘রৌপ্য রাখী’ বেঁধে দেন

রঞ্জনা গুহ, জলি সরকার, তমা কর্মকার ও টুম্পা রায়চৌধুরী। অনুষ্ঠানে একুশ জন বঙ্গ ললনাকে সম্মানিত করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান ডা: সিরাজুল ইসলাম ঢালি ‘ভাষা উৎসব’ সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন এবং উপস্থিত শ্রোতাদের কাছে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বাংলা ভাষাকে ভালবেসে বেশি করে বাংলা ভাষা ব্যবহারের উপর জোর দেন। তার সুন্দর বক্তব্য শুনে উপস্থিত শ্রোতারা মুগ্ধ হন। সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, বাংলাতে থেকে এখানকার জল, বাতাস গ্ৰহণ করে বাংলা ভাষাকে ভালবাসতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments