নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পানাগড়কাণ্ডে তরুণীর মৃত্যু ইভটিজিংয়ে নয় বরং রেষারেষির জেরে হয়েছে বলে গতকালই জানিয়ে দেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী। তারপই মঙ্গলবার ঘটনার তদন্তের ভার নিল সিআইডি।
এদিকে রবিবার রাতে ঘটনার দিন তরুণীর গাড়িটিকে যে যুবকদের গাড়ি ধাওয়া করেছিল বলে অভিযোগ উঠেছে সেই গাড়িটি পানাগড়ের কাওয়ারিপট্টির ব্যবসায়ী বাবলু যাদবের বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে সে বেপাত্তা।
মঙ্গলবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাবলু যাদবের বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যদের কাছ থেকে একাধিক তথ্য জেনে তা নথিভুক্তও করতে দেখা যায়। তারপরেই এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান, ওই দিন গাড়িটি বাবলু চালাচ্ছিল। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত রবিবার গভীর রাতে পানাগড় বাজার এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চনন্দনগরের বাসিন্দা বছর ২৬-এর তরুণী সুতন্দ্রা চট্যোপাধ্যায়ের। জানা গেছে তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে বিহারের গয়ায় যাচ্ছিলেন। অভিযোগ পানাগড়ে তাদের গাড়িটি ধাওয়া করে কিছু মদ্যপ যুবকের একটি দল। তাদের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি এবং তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে যায় যুবকেরা। পরে পুলিশ গাড়ির নম্বর পরীক্ষা করে জানতে পারে গাড়িটি বাবলু যাদবের। পুলিশ বাবলু ও তার সঙ্গীদের খোঁজ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।





