সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের দেউলভিড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় জয় পেল শাসক দল তৃণমূল। সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে সব কটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত এর আগে কোন দিন দেউলভিড়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে নির্বাচন হয়নি। বিগত ছ’বছর ধরে অ্যাডহক কমিটি সমবায় পরিচালন করেছে। এবারই প্রথমবার নির্বাচন হল। জানা গেছে এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও শাসক দল ছাড়া অন্য কোন পক্ষের তরফে ন’টি আসনের মধ্যে একটিতেও কোন মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দিতায় সবকটি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা।
আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জয় বিশেষ তাৎপর্যপুর্ণ বলে মনে করছে শাসক দল। যদিও তৃণমূলের এই জয়কে ‘অগণতান্ত্রিক’ বলে দাবি করেছে গেরুয়া শিবির। বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল দাবি করেন, শাসক দল সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক’ পদ্ধতিতে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে। বিরোধীদের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে ক্ষমতা প্রয়োগ করছে। তবে তাঁর মতে ২০২৬ সালে এই সুযোগ থাকবেনা। তখন নবান্ন গেরুয়া রঙে রাঙ্গিয়ে দেওয়া হবে। বাংলার মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
অন্যদিকে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় দাবি করেন, নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে বিরোধীরা মনোনয়নপত্র জমা না দিলে তাঁদের কিছুই করার নেই। বিজেপি যাই বলুক সমস্ত কৃষিজীবি মানুষ, কৃষি ও কৃষকের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থণ করছেন।





