eaibanglai
Homeএই বাংলায়গ্যাস সিলিন্ডার ফেটে দুই শ্রমিকের মৃত্যু

গ্যাস সিলিন্ডার ফেটে দুই শ্রমিকের মৃত্যু

সংবাদদাতা, কালনা:- পূর্ব বর্ধমানের কালনায় একটি কোল্ড স্টোরেজে এমোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হলো দুই শ্রমিকের। আহত আর চার। এলাকায় ছড়ালো তীব্র আতঙ্ক। বৃহষ্পতিবার সাত সকালে।

জেলার কালনা দু’নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে ওই কোল্ড স্টোরেজটি বেশ কিছুদিন বন্ধ থাকার পর, গতকালই আলুর মরশুমে ফের চালু করা হয়। হিমঘরে কাজ চলাকালীন সেটির মেশিন রুমে রাখা এমোনিয়া গ্যাস সিলিন্ডারে হঠাতই বিস্ফোরণ হয়। মুহূর্তেই মরণ এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাজ্য দমকলের উদ্ধারকারীরা গিয়ে দেখেন দুজন শ্রমিকের ঘটনাস্থলেই মারা গেছেন। হিমঘর সূত্রে জানা গেছে মৃত শ্রমিকরা হলেন সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা। ঘটনায় আহতদের স্থানান্তরিত করা হয়েছে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে। হিমঘরের অন্যতম মালিক গিয়াসউদ্দিন শেখ বলেন, “কালকে কাজ শুরুর আগে নিরাপত্তার সমস্ত দিকটাই খতিয়ে দেখা হয়। তাও এমন কেন হলো, বুঝতে পারছি না।” পুলিশ হিমঘরের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির মামলা দায়ের করেছে। কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments