eaibanglai
Homeএই বাংলায়সিলিকোসিস সমস্যা, কারখানা পরিদর্শন, লোক দেখানো, দাবি স্থানীয়দের

সিলিকোসিস সমস্যা, কারখানা পরিদর্শন, লোক দেখানো, দাবি স্থানীয়দের

সংবাদদাতা,আসানসোলঃ- সম্প্রতি আসানসোলের সালানপুর ব্লকের বরাভূই রামডি গ্রামে সিলিকোসিস রোগে আক্রন্ত বেশ কয়েকজন রোগীকে চিহ্নিত করেছে রাজ্য় স্বাস্থ্য দপ্তর। অভিযোগ সালানপুর ব্লকে প্রচুর রি ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে এলাকা দূষণ ছড়াচ্ছে। এই দূষণের জেরে স্থানীয় মানুষজন ও কারখানার শ্রমিকেরা সিলিকোসিস আক্রান্ত হচ্ছেন এবং অনেকের মৃত্যু হচ্ছে বলেও দাবি স্থানীয়দের। বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের কোনো নজরদারি নেই বলেও অভিযোগ স্থানীয়দের।

এরইমধ্যে শুক্রবার সালানপুর ব্লকে শ্রী আঞ্জানি সিরামিক্স নামক একটি কারখানায় পরিদর্শন করলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। জানা গেছে ওই দলে আসানসোলের জয়েন্ট লেবার কমিশনার ও মেডিক্যাল টিম ছিল। দলের সদস্যরা এদিন মিনিট দশেক কারখানা চত্বর ঘুরে দেখেন। যদিও অভিযোগ উঠেছে ওই পরিদর্শনের সময় কারাখায় কোনো শ্রমিক ছিল না। আগে থেকে পরিদর্শক দল আসার খবর পেয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এমনকি ওই কারখানার শ্রমিকদের অনেকে দাবি করেন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সুরক্ষার কোনো রকম ব্যবস্থা করে না। মাস্ক দেওয়া হয়না। এমনকি কারখানায় কোনো ডাস্ট কালেক্টর নেই। ক্যাটালিক কনভার্টার বা দূষণ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।

যদিও ওই কারখানার ম্য়ানেজার দাবি করেন তাঁরা কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য সমস্ত রকম সুরক্ষার ব্যবস্থা করে থাকেন। পাশাপাশি কারখানায় দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এদিন লাঞ্চ টাইমে পরিদর্শকেরা আসায় কারখানা কোনো শ্রমিক ছিল বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে এদিনের পরিদর্শনকে লোকদেখানো বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি এলাকায় এতো কারখানা থাকতে শুধু একটি কারখানাতেই কেন পরিদর্শন করা হল তা নিয়ে সরব হয়েছেন এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments