সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পাণ্ডবেশ্বর হবে “মডেল বিধানসভা”, নতুন রাস্তার শিলান্যাসে এসে এমনটাই দাবি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
প্রসঙ্গত পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি ব্যাংক মোড় থেকে কোড়াপাড়া হেলথ সেন্টার ও স্টেডিয়াম থেকে হাই স্কুল পর্যন্ত দুটি রাস্তা তৈরি হতে চলেছে। রাস্তা দুটির জন্য যথাক্রমে ৯৭ লক্ষ ও ৯৩ লক্ষ টাকা ব্যয় হবে। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের তহবিল থেকে এই রাস্তা তৈরিতে ১ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার রাস্তার শিলান্যাসে এসে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “পাণ্ডবেশ্বর বিধানসভার সব জায়গায় নতুন রাস্তা তৈরি করা হবে। বাড়িতে বাড়িতে জল পৌঁছাবে। এর জন্য আমার অঙ্গীকারবদ্ধ।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর বিধানসভা মডেল বিধানসভা হিসেবে গড়ে উঠবে বলেও এদিন দাবি করেন বিধায়ক।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের পূর্ত কর্মাধক্ষ্য কিরীটি মুখোপাধ্যায় , জেলা পরিষদের সদস্য সুনীতি মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা।





