নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রেলে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দুর্গাপুরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম বিধান কর্মকার, বয়স ৪০। তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। গত বছরের ১৮ আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে রেলে চাকরি দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ এবং শনিবার তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে।
ধৃত ব্যক্তি কোনো প্রতারণার কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।





