eaibanglai
Homeএই বাংলায়পালিত হলো প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস

পালিত হলো প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা -: নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত ১ লা মার্চ বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর স্মৃতি বিজরিত ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো ৮৪ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকাল থেকেই বিদ্যালয়ে ছিল সাজো সাজো রব। বিদ্যালয় প্রাঙ্গনে এসে উপস্থিত হন সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা।

ড্রাম ও অন্যান্য বাজনা সহযোগে বিদ্যালয় থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। ছাত্রছাত্রীদের হাতে ছিল বিদ্যালয়ের সারা বছরের সমস্ত কর্মসূচির ডালি।

পদযাত্রা বিদ্যালয়ে ফিরে আসার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের ক্ষুদেদের পরিবেশিত নৃত্য, সঙ্গীত, নাটক ইত্যাদি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সামনে বিদ্যালয়ের অতীত ইতিহাস তুলে ধরেন এবং বিদ্যালয়ের মর্যাদা বজায় রাখার জন্য সবার কাছে আবেদন করেন।

পরে অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জন্মদিন হওয়া বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থীর জন্মদিন পালন করা হয়। সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয় এবং উপহার হিসাবে তাদের হাতে একটি করে জলের বোতল তুলে দেওয়া হয়। শেষে প্রত্যেকের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আর পাঁচটা দিনের থেকে আলাদা। এইদিন প্রাক্তনদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত থাকে। ফলে অনুষ্ঠানটি প্রকৃত অর্থে মিলন ক্ষেত্র হয়ে ওঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments