eaibanglai
Homeএই বাংলায়প্রায় ৫০ বছর পর দুর্গাপুরের বাজার পেল বৈধ বিদ্যুৎ সংযোগ

প্রায় ৫০ বছর পর দুর্গাপুরের বাজার পেল বৈধ বিদ্যুৎ সংযোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ও বড় বাজার চন্ডীদাস মার্কেট, প্রায় পঞ্চাশ বছর পরে পেল বিদ্যুৎ সংযোগ। ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি বাজারের ব্যবসায়ী থেকে এলাকার সাধারণ মানুষ।

এই বাজারের সঙ্গে প্রায় সাড়ে আটশো ব্যবসায়ী যুক্ত রয়েছেন। এতদিন শহরের অন্যতম ব্যস্ততম এই বাজারটি চলত একটিমাত্র জেনারেটরের উপর ভরসা করে। ফলে বাজারের উন্নয়ন থমকে গিয়েছিল। অনেক সময়ই অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগও উঠেছে এই বাজেরের একাধিক দোকানের বিরুদ্ধে। অতীতে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতও ঘটেছে ব্যবসায়ীদের। সেসব ঝামেলা পেরিয়ে এবার বৈধ বিদ্যুৎ সংযোগ পেল দুর্গাপুরের পুরনো এই বাজার। ব্যবসায়ীদের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রবিবার চন্ডীদাস বাজারে দুটি ট্রান্সফরমারের উদ্বোধন করলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন পৌরপিতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় , জেলার তৃণমূল মুখপাত্র উত্তম মুখার্জি, প্রভাত চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা।

রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের তরফে এই ট্রান্সফরমারের ব্যবস্থা করা হয়েছে। বাজার কমিটির সেক্রেটারি মানিক দাস এদিন জানান, বিদ্যুৎ সংযোগ পেয়ে বাজারের ব্যবসায়ীরা সকলেই খুব খুশি। আগামী দিনে গ্রাহকদেরকেও আরো উন্নত পরিষেবা দিতে পারবেন ব্যবসায়ীরা। বিশেষত গ্রীষ্মের দিনগুলিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments